ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ‘আনন্দধারা’র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরএমসি’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। আগামী রোববার (৩ নভেম্বর) এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে।
চার দিনব্যাপী এ ফেস্টে বুক বেস্ড অলিম্পিয়াড, সলো অ্যাক্টিং, মিমি অ্যাক্ট, বিটবক্সিং চ্যালেঞ্জ, পপ কালচারাল কুইজ, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত, হ্যারিটেজ ট্রেজার হান্ট, হ্যান্ডমেড ক্রাফটিং, স্ক্র্যাপবুক, ফক হিস্টরি অলিম্পিয়াডসহ ৩১টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করা, সংস্কৃতির সাথে পরিচয় হওয়া, সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি করা, সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলে দেশকে বিশ্বে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার চেষ্টা করা এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, রেমিয়ানস কালচারাল ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক প্রসূন গোস্বামী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকবৃন্দ।
