ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রেসিডেনসিয়াল মডেল কলেজের ‘বার্ষিক ক্রীড়া’ প্রতিযোগিতা শুরু

এই ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের জুনিয়র তিনটি ও সিনিয়র চারটি হাউসের ছাত্ররা হাউসভিত্তিক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) কলেজ মাঠে অনুষ্ঠিত এই  প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।

প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষের স্ত্রী নাহিদ শামীম রূপা। অনুষ্ঠানের বক্তব্যকালে প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রতি মনোযোগী হওয়া এবং খেলোয়াড়সুলভ মনোভাব রাখার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের জুনিয়র তিনটি ও সিনিয়র চারটি হাউসের ছাত্ররা হাউসভিত্তিক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।

এছাড়া আগামী ২৫ জানুয়ারি বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে বর্ণাঢ্য এ আয়োজন শেষে হবে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান সিদ্দিক জোবায়ের। 

RA/AHA
আরও পড়ুন