ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নোবিপ্রবির ছাত্রী হলে অগ্নিকাণ্ড, পরীক্ষা স্থগিত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা আবাসিক হলে অগ্নিকাণ্ডে দুই শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে সব বিভাগের চলমান টার্ম ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মামুন অর রশিদ বলেন, আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা শেষে হলে রাখা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ বিভাগ সংযোগ সচল রাখতে কাজ করছে। আশা করি, দ্রুতই আমরা সংযোগ সচল করতে পারব।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। যেহেতু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে তাই সব বিভাগের চলমান টার্ম ফাইনাল পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে। বিদ্যুৎ সংযোগ সচল রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলে জানান তিনি।

RA/WA
আরও পড়ুন