ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নোবিপ্রবির শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৫:৫৯ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ডিগ্রি সংকট নিরসনে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টা থেকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা।

ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের আশ্বাসে কার্যকর অগ্রগতি না থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, প্রায় এক বছর ধরে আশ্বাস ও আলোচনা হলেও ডিগ্রির প্রজ্ঞাপন জারি হয়নি, বরং বিভাগে সাত মাস ধরে একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ডিগ্রি জটিলতার সমাধান ও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন ও বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে বিশ্ববিদ্যালয় পরিবারের সহানুভূতি ও সহযোগিতা প্রত্যাশা করছি।

শিক্ষার্থী আব্দুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, ইউজিসি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ডিগ্রি দেওয়া হবে। অথচ রাজশাহী বা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেভাবে দেওয়া হচ্ছে, আমাদের ক্ষেত্রেও সেটা বাস্তবায়ন করতে বাধা কোথায়? ঢাবির সিন্ডিকেটের অনড় অবস্থানই আমাদের সমস্যার উৎস বলে মনে করছি।

একইসঙ্গে একা তালুকদার বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই। কিন্তু প্রশাসন দাবি মেনে নিচ্ছে না। ২০১৩ সাল থেকে এই সমস্যার সমাধান চাইছি। এবার দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের আন্দোলন একটি দীর্ঘদিনের জটিলতার প্রেক্ষিতে হচ্ছে। আমরা চাই সমাধান আসুক। তবে তালা লাগানোর কারণে প্রশাসনিক ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, কেউ ভিতরে ঢুকতে বা বাইরে বের হতে পারছেন না।

গত বছরের সেপ্টেম্বরে ইউজিসিকে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর ফল না আসায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ে। অন্য বিভাগের একই সেশনের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করলেও এসিসিই বিভাগের একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্থবির, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঘিরে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

DR/MMS
আরও পড়ুন