ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বৈঠকে দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের আশ্বাস দেওয়ায়  শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। অবশেষে সরকারের কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে তারা।

সরকারের আহ্বানে মঙ্গলবার (১৯ নবেম্বর) বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যায়।

বৈঠকে দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান জানান, আলোচনায় সরকারের পক্ষ থেকে কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে।

SR/RH
আরও পড়ুন