ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেরোবির সাবেক প্রক্টর সাময়িক বরখাস্ত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর মো. শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই বিপ্লবের আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী এই অধ্যাপককে বরখাস্ত করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ খবর জানানো হয়।

চিঠিতে জানানো হয়, বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ওই চিঠিতে আরও উল্লেখ্য করা হয়, বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন। এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।

SN
আরও পড়ুন