ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশেষ বিবেচনায় পরীক্ষা দিচ্ছেন নোবিপ্রবির ছাত্রলীগ নেতা

‘রবীন্দ্র অধ্যয়ন: কথা সাহিত্য ও প্রবন্ধ’ বিষয়ে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন অভিযুক্ত প্রণয় বড়ুয়া। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

কোনো ক্লাস না করা সত্ত্বেও বিশেষ বিবেচনায় ও মানবিক দৃষ্টিকোণ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় দিচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী প্রণয় বড়ুয়া।

তিনি বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠনের নোবিপ্রবি শাখার আব্দুল মালেক উকিল হলের যুগ্ম সাধারণ সম্পাদক পদধারী নেতা।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ‘রবীন্দ্র অধ্যয়ন: কথা সাহিত্য ও প্রবন্ধ’ বিষয়ে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন অভিযুক্ত প্রণয় বড়ুয়া। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

তিনি বলেন, কোনো ক্লাস না করে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নেই। সে কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে তার আগামী পরীক্ষাগুলো না নেওয়ার জন্য বলা হয়েছে৷

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, বাংলা বিভাগের এই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়ে আমি কোনো অনুমতি দেইনি৷ বিভাগীয় প্রধান আইনবহির্ভূতভাবে কীভাবে একজন শিক্ষার্থী কোনো ক্লাস না করলেও তাকে পরীক্ষায় বসার সুযোগ দিয়েছেন সে বিষয়ে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নেবো।

RA/KK
আরও পড়ুন