ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নাসার প্রধান নভোচারী:

ভুল থেকে শিখতে হবে, গড়তে হবে ভবিষ্যতে এগিয়ে চলার পথ

‘জোসেফ এম আকাবা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ঘুরে দেখেছেন। এর চেয়ে ভালো গবেষণাগার তিনি নিশ্চয়ই দেখেছেন বহুবার, তবে আমাদের দেশে এরকম গবেষণাগার দেখে তিনি আনন্দ প্রকাশ করেছেন।’ 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

‘ভুল সবাই করে। কেউ যদি বলেন কোনো ভুল করেননি, তবে তা মিথ্যে কথা। ভুল থেকে শিখতে হবে। এই ভুলই তখন গড়ে দেবে ভবিষ্যতে এগিয়ে চলার পথ।’ এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-- নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা।

প্রথমবারের মতো ঢাকা এসেছেন তিনি। দেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করাই তার এ সফরের উদ্দেশ্য।

এ সফরের অংশ হিসেবে রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তার এ বক্তৃতা আয়োজিত হয়। সেখানেই তিনি এসব কথা বলেন।  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এসে তিনি শিক্ষার্থীদের সাথে হাসি-ঠাট্টায় মেতে উঠেন। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মঙ্গলতরী প্রকল্পের এক শিক্ষার্থী প্রশ্ন করেন, ‘নভোচারীদের স্পেসস্যুটের কব্জিতে আয়না লাগানো থাকে কেন?’ আকাবা হেসে, মজা করে বললেন, ‘এই প্রশ্নটার উত্তর আমি জানি!’

ব্যাখ্যা করে বললেন, নভোচারীরা এক হাত দিয়ে স্যুটের কন্ট্রোল প্যানেল ঠিকঠাক করেন। তখন অন্য হাতের কব্জির আয়নায় তাকিয়ে সহজেই বুঝতে পারেন, এই হাতে কী করছেন। এ জন্য কন্ট্রোল প্যানেলের লেখাগুলো উল্টো করে লেখা হয়, আয়নায় সেটা সোজা দেখা যায়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খলিলুর রহমান জানান, জোসেফ এম আকাবা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ঘুরে দেখেছেন।

তিনি বলেন, ‘এর চেয়ে ভালো গবেষণাগার তিনি নিশ্চয়ই দেখেছেন বহুবার, তবে আমাদের দেশে এরকম গবেষণাগার দেখে তিনি আনন্দ প্রকাশ করেছেন।’ 

NC
আরও পড়ুন