নিম্নমানের কাগজ: ৬০ হাজার পাঠ্যবই জব্দ

‘কড়া নজরদারি রাখলেও অতি গোপনে কিছু প্রেস মালিক নিম্নমানের কাগজে বই ছাপার পাঁয়তারা করছেন। তবে আমাদের একাধিক মনিটরিং টিম এ বিষয়ে বেশ তৎপর রয়েছে।’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম

নিম্নমানের কাগজে বই ছাপানোর কারণে সরকার প্রেস নামে একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের এসব বই জব্দ করে বোর্ডের মনিটরিং টিম।

জানা গেছে, গত রোববার (১২জানুয়ারি) এনসিটিবির একটি পরিদর্শন দল ঢাকার মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে অভিযান চালিয়ে মুদ্রিত ১০ লাখ ফর্মার ৬০ হাজার কপি বই জব্দ করে। পরে সেগুলো ধ্বংস করে পরিদর্শক টিম।

 সরকার প্রেস নামের প্রতিষ্ঠানটি টেন্ডারের শর্ত অমান্য করে তাদের ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানার প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপিয়ে তা উপজেলা পর্যায়ে সরবরাহ করার চেষ্টা করছিল। এরপর এনসিটিবির টিম সেখানে দেখতে পায় নিম্নমানের কাগজে ছাপা হচ্ছে প্রাথমিকের পাঠ্যবই। চলছিল বাইন্ডিংও।

ওই প্রেসের মালিকের নাম দুলাল সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একচেটিয়া বই ছাপার কাজ পেয়েছিলেন। এবারও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩ কোটি বই ছাপার কাজ পেয়েছেন তিনি।

জানা গেছে, এনসিটিবিতে দেওয়া প্রেসটির ঠিকানা দেখানো হয়েছে মীরপাড়া, ঢাকা। কিন্তু আসল ঠিকানায় বই মুদ্রণের কাজ চলছে না। তারা মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে গোপনে নিম্নমানের কাগজে বই ছাপাচ্ছে। এনসিটিবির টিম সেখানে গিয়ে দেখতে পায়, বিপুলসংখ্যক প্রেস কর্মচারী ও বাইন্ডিং কর্মচারী নির্দ্বিধায় নিম্নমানের কাগজে বই ছাপছেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘কড়া নজরদারি রাখলেও অতি গোপনে কিছু প্রেস মালিক নিম্নমানের কাগজে বই ছাপার পাঁয়তারা করছেন। তবে আমাদের একাধিক মনিটরিং টিম এ বিষয়ে বেশ তৎপর রয়েছে। যারাই কোনো ধরনের চাতুর্যের আশ্রয় নেবে আমরা তাদের চিহ্নিত করছি। ইতোমধ্যে বেশ কিছু প্রেসকে আমরা শাস্তির আওতায়ও নিয়ে এসেছি।’

এএ