আইইউবিএটির ৯ম সমাবর্তন অনুষ্ঠিত: ১,০০০ শিক্ষার্থীর হাতে ডিগ্রি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

সাফল্য আর উৎসবের আমেজে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ৯ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ১,০০০ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

সমাবর্তনের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা 'মিয়ান স্বর্ণপদক'। অ্যাকাডেমিক ক্ষেত্রে অসামান্য মেধার স্বাক্ষর রাখায় তিন মেধাবী শিক্ষার্থীর হাতে এই পদক তুলে দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন- কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজি বিভাগের মোছা. লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেলথ বিভাগের মাহারুন্নেসা মিতু। এদের মধ্যে সর্বোচ্চ অর্জনের স্বীকৃতিস্বরূপ শাহরিন খন্দকার লাভ করেন মর্যাদাপূর্ণ 'আলিমউল্যা মিয়ান পুরস্কার'।

এদিন সমাবর্তন মঞ্চ থেকে বিবিএ, এমবিএ, কৃষি, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ইংরেজি, নার্সিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আইইউবিএটির গবেষণা কার্যক্রম ও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ের প্রশংসা করে বলেন, `উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।'

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন। তিনি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং গবেষণার গুরুত্বের ওপর আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি গবেষণা, উদ্ভাবন এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

NB
আরও পড়ুন