শিক্ষা সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজধানীর নটরডেম কলেজের ৬৬ শিক্ষক ও শিক্ষার্থী। তাদের মধ্যে কলেজের অধ্যক্ষ, পাঁচজন শিক্ষক ও ৬১ জন শিক্ষার্থী রয়েছেন। বুধবার (৫ জুন) কলেজটির ইংরেজি বিভাগের শিক্ষক আসিফ ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (২ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তারা।
সফরকালে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, বাফেলো ও নিউইয়র্ক শহরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিকেন্দ্র ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানের এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। যা তাদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফর শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান অর্জনের আগ্রহ বাড়াবে বলেও মনে করেন তারা।
