যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন (THE)’ প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাংকিং ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি।
বুধবার (২১ জানুয়ারি) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই র্যাংকিং প্রকাশ করা হয়। গাকৃবি আন্তর্জাতিক পর্যায়ে ৬০১–৮০০ অবস্থানের মধ্যে রয়েছে। বিশেষ করে, গবেষণার গুণগত মান (Research Quality) সূচকে সর্বোচ্চ ৬৯.৫ স্কোর অর্জন করে বিশ্ববিদ্যালয়টি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
এ বছর বিশ্বের ৯৮টি দেশের ১,২১১১টি বিশ্ববিদ্যালয়কে প্রাণিবিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান—এই চারটি প্রধান শাখার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। গুণগত গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার পরিবেশ এবং শিক্ষার মান ছিল এই র্যাংকিংয়ের মূল মাপকাঠি। ২০২৬ সালের এই সাবজেক্ট র্যাংকিংয়ে বাংলাদেশের মোট ৯টি সরকারি ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
এই অসামান্য অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জে কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই অর্জন আমাদের গবেষণার আন্তর্জাতিক মান ও দায়বদ্ধতার স্পষ্ট স্বীকৃতি। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানাই। এটি আমাদের ভবিষ্যতে আরও মানসম্মত গবেষণা ও উদ্ভাবনে অনুপ্রেরণা যোগাবে।’
উল্লেখ্য, গাকৃবি এর আগেও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং: সাসটেইনেবিলিটি ২০২৬ এবং ইউএস নিউজ র্যাংকিং ২০২৫-এ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছিল। কৃষি ও জীববিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়টির এই ধারাবাহিক সাফল্য জাতীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
শিক্ষা মানে শুধু পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক বিকাশ
