ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন জাবি ছাত্রদলের বহিষ্কৃত কর্মী

আপডেট : ১০ জুন ২০২৫, ১২:৫০ পিএম

নিজের ফেসবুকে পোস্ট করে ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বহিষ্কৃত কর্মী নিশাত আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী।

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুক পোস্টে দল ছাড়ার ঘোষণা দেন। পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো। 

পোস্টে নিশাত লেখেন, আমি নিশাত আব্দুল্লাহ, আজ ৯ জুন তারিখে ছাত্ররাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় নিচ্ছি। এখন থেকে ছাত্রদল বা বিএনপির কোনো ইতিবাচক বা নেতিবাচক কার্যকলাপে আমার কোনো ভূমিকা বা দায় থাকবে না।

তার পোস্টের পর অনেক শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যক্তিগত ফেসবুক থেকে নিশাতের পোস্টের মন্তব্য করেন। এর মধ্যে অনেকেই ছাত্রনেতার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পেছনে ছাত্রদলের ব্যর্থতা ও দুঃসময়ের ছাত্রনেতাদের অবমূল্যায়নকে দায়ী করেন। 

এ দিকে, নিশাতের ঘোষণার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, সে তো বহিষ্কৃত। তাই তার বিষয়ে আমরা কিছু ভাবছি না।

১৭ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশাত আব্দুল্লাহকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

RA
আরও পড়ুন