ইউজিসির শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন কমিটির সদস্য হলেন রাবিপ্রবি উপাচার্য 

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৭০ তম সভায় শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন কমিটির সদস্য হিসেবে মনোনিত হয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। 

সোমবার (২৩ জুন) ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের ব্যাপারে জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক এর দায়িত্ব পেয়েছেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন- ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব। 

উল্লেখ্য, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনেরন ১৭০ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট পর্যবেক্ষণসমূহ সমাধানকল্পে এবং বিশ্ববিদ্যালয়সমূহকে অনন্য উচ্চতায় উপনীত করার উদ্দ্যেশে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে ২৩ জুলাই ৬ (ছয়) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কমিশন।

AA/FJ
আরও পড়ুন