ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খাতা মূল্যায়নে দায়িত্ব এড়ানো শিক্ষকদের ই-এফটি থেকে বাদ দেওয়ার নির্দেশ

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম

এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বপ্রাপ্ত হলেও অনুপস্থিত বা দায়িত্ব পালনে অনীহা প্রকাশকারী শিক্ষকদের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী শিগগিরই অনীহা প্রকাশকারী প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের তথ্য ই-এফটি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৯ আগস্ট) বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক স্মারকে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ই-এফটির অন্তর্ভুক্ত শিক্ষকদের তালিকা থেকে পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, ই-এফটির অন্তর্ভুক্ত শিক্ষক তালিকা থেকে পরীক্ষক এবং প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হলেও বোর্ডকে না জানিয়ে উত্তরপত্র বিতরণের দিনে তারা অনুপস্থিত থাকেন। ফলে উত্তরপত্র বিতরণে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়।

এ ছাড়া, ই-এফটি তালিকায় অন্তর্ভুক্ত অনেক শিক্ষক অবসর নিয়েছেন অথবা চাকুরি থেকে পদত্যাগ করেছেন।

এমন অবস্থায় প্রকাশিত ওই স্মারকে পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অপরাগতা প্রকাশকারী, অবসরে গমন এবং চাকুরি থেকে অব্যাহতি দেওয়া শিক্ষকদের ই-এফটি থেকে নাম বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

MMS
আরও পড়ুন