ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডাকসুর প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জনের আপিল 

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া ৩৪ জন আপিল করেছেন। 

শনিবার (২৩  আগস্ট) বিকেলে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ নির্বাচনে প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে আপিল শেষ হলো। দুই দিনে অন্তত ৩৪টি আবেদন জমা পড়েছে। রোববার (২৫ আগস্ট) যাচাই বাছাই শেষে সোমবার (২৬ আগস্ট)চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এদিকে আচরণবিধি নিয়ে করা নির্দেশনার কথা তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার বলেন, 'এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি। ২৫ তারিখের ভেতরে যে টাইমলাইন আছে, দুপুর একটার ভেতরে যে কেউ নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন। আমরা একটা নিরাপদ পরিবেশে সবাইকে এক জায়গায় নিয়ে নির্বাচনটা করতে পারলে সেটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে।'

অন্যদিকে ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন, ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন, আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দিবো যে, এই জায়গাতে আমাকে বাধা দেয়া হচ্ছে।

এর আগে প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ প্রার্থী বৈধ হয়েছেন। ভোট হবে ৯ সেপ্টেম্বর। 

LH/FJ
আরও পড়ুন