রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। এজন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় আরও এক দিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনারদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, সিনেট ও হল সংসদে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন। তাদের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের এক দিন সময় বাড়ানো হয়েছে। আগামীকাল ৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন চলবে।
এদিকে আজকেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলের অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে এবং ভোটার তালিকায় সংযুক্ত করার প্রক্রিয়াও চলমান। আগামীকাল তারা চাইলে মনোনয়ন তুলতে পারবেন।
রাকসুর নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ২০২৪-২৫ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর ঠিক রেখে তফসিল পুনর্বিন্যাস করেছি। আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সকলের সহযোগিতা পাব।’
এ পর্যন্ত তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে ৬ বার এবং নির্বাচনের তারিখ পেছানো হয়েছে ২ বার। এখন পর্যন্ত হল সংসদে ৪১৫ জন, রাকসুতে ৩৩৯ জন, সিনেটে ৭৬ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদিকে প্রার্থীদের ডোপ টেস্টের প্রক্রিয়াও চলমান রয়েছে।
পুনর্বিন্যাস করা তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র দাখিল ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ, গণনা, ফলাফল ২৫ সেপ্টেম্বর করা হবে। একাডেমিক ভবনগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
রাকসুর ভোট হবে ২৫ সেপ্টেম্বর