ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রাইম ইউনিভার্সিটির ভিসি হলেন ড. কাজী দীন মোহাম্মদ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক প্রাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু। 

বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু একজন আন্তর্জাতিক মানের শিক্ষাবিদ ও গবেষক। তিনি ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ডিগ্রি এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। 

দীর্ঘ কর্মজীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। তার এই গভীর জ্ঞান ও অভিজ্ঞতা প্রাইম ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মানকে আরও উন্নত করবে। তার দূরদর্শী নেতৃত্ব প্রাইম ইউনিভার্সিটিকে উচ্চশিক্ষার জগতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করবে।  

LH/MMS
আরও পড়ুন