চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া শিক্ষার্থী ইমিতিয়াজ আহমেদের জ্ঞান ফিরেছে। খুলে নেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। মা-বাবার সঙ্গে কথাও বলেছেন তিনি। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, আজকে মেডিক্যাল বোর্ড বসেছে। তখন লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খোলার পর ইমতিয়াজ ভালো রেসপন্স করছে। মা-বাবার সঙ্গে কথাবার্তা বলেছে। বাবা, মা ও ভাইকে চিনতে পেরেছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।
তিনি জানান, দুজন মেডিসিন কনসালটেন্ট আজ ইমিতিয়াজকে দেখবেন। অক্সিজেন সেচুরেশন ১০০ মেইনটেইন হচ্ছে। সবকিছু মিলিয়ে অবস্থার উন্নতি হয়েছে।
এর আগে রোববার (৩১ আগস্ট) সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় নগরের পার্কভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা রোববার শুরু 