ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডাকসু নির্বাচন ঘিরে সাইবার হামলার অভিযোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাত্র একদিন আগে শিবির-সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই গায়েব হয়ে গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে খোঁজ নেওয়া হলে তার অ্যাকাউন্টটি আর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তার প্যানেলের অন্য প্রার্থীরা।

শুধু সাদিক কায়েমই নন, একই ধরনের অভিযোগ তুলেছেন আরও কয়েকজন প্রার্থী। জিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করা ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ নিজের ফেসবুকে লিখেছেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।

এর আগে, ছাত্রদল-সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও একই অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিজেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ- আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ- দেখা হবে বিজয়ে!

সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক এখন নির্বাচনি প্রচারণার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই ভোটগ্রহণের আগমুহূর্তে এমনভাবে একের পর এক প্রার্থীর আইডি সাসপেন্ড হয়ে যাওয়া ঘিরে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ফেসবুক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬২ জন নারী ও ৪০৯ জন পুরুষ প্রার্থী রয়েছেন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন।

জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোট, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন দল ও জোট নির্বাচনে প্যানেল দিয়েছে। পাশাপাশি বহু স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে।

DR/AHA
আরও পড়ুন