ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অফিসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এসেছিলেন বলে যে অভিযোগ উঠেছে, তা মিথা দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমি বলতে চাই, যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত এবং সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের অফিসের প্রতিটা জায়গা সিসি ক্যামেরার আওতাধীন উল্লেখ করে তিনি বলেন, ‘বের করা হোক এবং যে মিথ্যা কথা বলেছে তার শাস্তির ব্যবস্থা করা হোক।’
কোন কেন্দ্রে কত ভোট পড়লো