ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভোট সুষ্ঠু হলে আমরা জয়ী হবো:  শিবিরের ভিপি প্রার্থী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে  সুষ্ঠুভাবে ভোট হলে ছাত্রশিবির প্যানেল জয়ের আশা দেখছেন সংগঠনটির  ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।  তিনি বলেন, ‘আশা করি, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। পরিস্থিতি এমন থাকলে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন। আমরা জয়ী হবো।’ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোটদান শেষে তিনি এই আশা প্রকাশ করেন।  


আরিফ উল্লাহ বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। ভোটকেন্দ্রগুলোতে ভোট চলছে। কিছু অসঙ্গতি আমরা লক্ষ করছি। যেমন প্রাক্তণ শিক্ষার্থীদের কথা। নির্বাচন কমিশন বলেছিল, আজ সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো প্রাক্তণ শিক্ষার্থী থাকতে পারবেন না। কিন্তু বিভিন্ন ভোটকেন্দ্ররে আশপাশে তাদের উপস্থিতি লক্ষ করছি। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত।’

শিবিরের ভিপি-প্রার্থী  আরও অভিযোগ করেন, ‘শহীদ সালাম বরকত হলে মোট ভোটার ২৯৯ জন। কিন্তু ওই ভোটকেন্দ্রে ব্যালট পেপার গেছে ৪০০টি। ১০১টা বেশি ব্যালট পেপার কেন গেছে, সে বিষয়ে কেন্দ্রের কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি  কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি।’

আরিফ উল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপিয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছিলাম। তারা জানিয়েছিল, কোনো কেন্দ্রে বেশি ব্যালট পেপার যাবে না, অথচ আজ এক কেন্দ্রে শতাধিক ব্যালট গেছে।’

উল্লেখ্য,  এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ৫ হাজার ৭২৮ জন ছাত্রী এবং ৬ হাজার ১১৫ জন ছাত্র। ছাত্রী ভোটার ৪৮ দশমিক ৪ শতাংশ, ছাত্র ভোটার ৫১ দশমিক ৬ শতাংশ।

AHA
আরও পড়ুন