ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাবির পরিবহনে ট্র্যাকিং অ্যাপ চালু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসন ও সেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। উদ্যোগের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বহুল প্রত্যাশিত বাস ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ অ্যাপটির উদ্বোধন করেন ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস), ছাত্র পরিবহন সম্পাদক এবং ১৭টি বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় অনাবাসিক শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরা হয়। রুটভিত্তিক প্রতিনিধিরা খোলামেলা আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, শাটল সার্ভিস চালু, রিকশা ভাড়া নিয়ন্ত্রণ এবং পরিবহন খাতের আরও আধুনিকীকরণের প্রস্তাব দেন।

ডাকসুর নেতারা জানান, শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। নতুন অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন। ফলে অপেক্ষার সময় কমে আসবে এবং যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আজ এর সফল উদ্বোধন করতে পেরেছি। খুব শিগগিরই সব রুটে এ সুবিধা চালু করা হবে।

উদ্যোগকে স্বাগত জানিয়ে রুটভিত্তিক প্রতিনিধিরা বলেন, এ প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের হয়রানি অনেকটাই কমবে। একইসঙ্গে পরিবহন সংক্রান্ত অন্যান্য সমস্যার সমাধানেও তারা ডাকসুর নতুন কমিটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।

NB/SN
আরও পড়ুন