ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পোষ্যকোটা বাতিলের দাবিতে কাফনের কাপড়ে রাবি শিক্ষার্থীর অনশন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছেন আশাদুল ইসলাম নামের এক শিক্ষার্থী। তিনি কোটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে তিনি অনশন শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৭টা) আশাদুলকে সেখানে অনশনে বসে থাকতে দেখা গেছে।

আশাদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি পদে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনশনের বিষয়ে আশাদুল বলেন, যে পোষ্যকোটার বিরুদ্ধে রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, সেই কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। পোষ্যকোটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। না হলে অনশন চালিয়ে যাবো।

তিনি আরও অভিযোগ করেন, ভর্তি পরীক্ষায় আমি ৬৮.৫ মার্ক পেয়ে সংস্কৃত বিভাগে ভর্তি হয়েছি, অথচ ৪০ নম্বর পেয়ে কেউ কেউ আইন, ইংরেজির মতো বিভাগে পোষ্যকোটায় ভর্তি হয়েছে। এটি গ্রাম থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের প্রতি বড় বৈষম্য। এই অবিচার দূর করতেই আমার এই আন্দোলন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং অনশনকারী শিক্ষার্থীর খোঁজখবর রাখছি।

আন্দোলনকারী শিক্ষার্থী আশাদুলের দাবি, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন ছাত্রসমাজ প্রতিহত করেছে, এবার তারাই কোটা সংস্কারের নামে বৈষম্যমূলক এই ব্যবস্থা পুরোপুরি বাতিল করতে সক্ষম হবে।

DR/MMS
আরও পড়ুন