জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ইনকোর্স পরীক্ষা নেওয়া যাবে।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতির মূল্যায়ন সংক্রান্ত পূর্ব নির্দেশিকার আলোকে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র, হাজিরার শিট এবং ইনকোর্স নম্বরপত্রের হার্ড কপি গাজীপুর ক্যাম্পাস বা সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের নির্দিষ্ট শাখায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র পাঠানোর অন্যান্য নিয়মাবলি আগের প্রকাশিত নির্দেশনার মতোই অপরিবর্তিত থাকবে।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জবি শিক্ষার্থীদের