পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪১ পরীক্ষার্থীর চলতি বছরের এসএসসি পরীক্ষা বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বোর্ডের শৃঙ্খলা কমিটির সভার কার্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সভাপতিত্বে বোর্ডের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কার্য বিবরণীতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনায় বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সদস্যরা যাচাই-বাছাই করেন।
প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন ও ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
পরীক্ষা বাতিল হওয়া শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে ।
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ 