বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ১০ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত ওই দিনের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ওই পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
তবে, বাকি পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসএসসির ৩ বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন