ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেলো

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহে এ সভা থেকে ভর্তি পরীক্ষার তারিখসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বুধবার (৮ অক্টোবর) বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব গণমাধ্যমকে এ কথা জানান। 

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনও সভা করিনি। আমরা আগামী সপ্তাহে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তারিখ নির্ধারণ হলে তা জানিয়ে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। এছাড়া ভর্তি পরীক্ষা কমিটিও গঠন করা হবে। তারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।

LH/FJ
আরও পড়ুন