ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা সম্পন্ন

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএস (বিশেষ) এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১২টা সম্পন্ন হয়েছে। 

ঢাকার ১৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থী ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন। 

সকাল আটটার আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা বিদ্যালয় ও কলেজগুলোতে ছিল পরীক্ষার্থীদের ভিড়। সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হয়। পরে ১০টায় পরীক্ষ ‍শুরু হয়।

এই পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন ছিল। পরীক্ষার জন্য পূর্ণ সময় ছিল দুই ঘণ্টা। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। 

জানা গেছে, এখন পর্যন্ত এই পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকার রাস্তাঘাটগুলো সকাল থেকে যানজটমুক্ত থাকায় পরীক্ষার্থীদেরও কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হয়নি।  

এর আগেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করা হয়েছে। পিএসসি প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কেবল ঢাকা কেন্দ্রে।

৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫ হচ্ছে শিক্ষার বিশেষ বিসিএস। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেয়া হবে। ৪৯তম বিসিএসের (বিশেষ) ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।

AHA
আরও পড়ুন