এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জের মাধবপুরে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বিএমটি শাখা (কারিগরি শিক্ষা বোর্ডের অধীন) থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর মাধবপুর উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২৫৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে পাশ করেছে মাত্র ৩৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাশের হার ২৯.৯১%।
অপরদিকে বিএমটি শাখা থেকে অংশগ্রহণ করেছে ১৫৬ জন, পাশ করেছে ৪৯ জন। পাশের হার ৩১.৪১%।
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫