প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতেও আলীনুরের সাফল্য

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, কিন্তু মনোবল ও মেধায় অদম্য এক তরুণ আলী নুর ইসলাম। ২০২৩ সালে মুন্সিগঞ্জের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনের পর এবার এইচএসসি পরীক্ষাতেও পেয়েছেন জিপিএ-৫। তার এই অর্জনে এলাকায় বইছে অভিনন্দনের ঢল।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিক্রমপুর আদর্শ কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী আলীনুর ইসলাম। দুই পা না থাকায় প্রতিদিন হুইলচেয়ারে করে কলেজে যেতেন। প্রতিবন্ধকতাকে কখনো দুর্বলতা মনে করেননি তিনি। বরং তা হয়ে উঠেছে তার অনুপ্রেরণার উৎস। জিপিএ-৫ পেয়ে অবাক করে দিয়েছেন সবাইকে। 

উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের বাসিন্দা আলীনুর ইসলাম। ছোটবেলায় বাবা আফতাব খান মারা যান। জন্মগতভাবেই তার দুটি পা অচল। হুইলচেয়ারে বসে পড়ালেখার হাতেখড়ি। অদম্য ইচ্ছাশক্তি আর মায়ের সহযোগিতায় জেলা প্রশাসক হওয়ার স্বপ্ন তার। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন আলীনুর ইসলাম।

বিক্রম আদর্শ কলেজের অধ্যক্ষ মো.ওয়াহিদুর রহমান খান জানান, তার প্রতিষ্ঠান থেকে এ বছর ১৫৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১২৩ জন। কলেজ থেকে ৩ জন এ প্লাস পেয়েছে। তার মধ্যে আলীনুর ইসলাম এ বছর মানবিক বিভাগ থেকে এ প্লাস পেয়েছে। আমরা তার সাফল্যে গর্বিত।

মা নুরুন নাহার বলেন, ছেলের ফলাফলে আমি অনেক খুশী। ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী। অনেক কষ্টের মাঝেও সে কখনো হাল ছাড়েনি। আজ তার এ প্লাস পাওয়া দেখে মনে হচ্ছে, আমার সব কষ্ট সফল হয়েছে। ওর জন্য সবার কাছে দোয়া চাই, যেন সে তার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, প্রতিবন্ধীতা কোনো বাধা নয়, আলীনুর তা প্রমাণ করেছে। এই সাফল্য অন্য অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে নতুন করে স্বপ্ন দেখাবে। তার এই অর্জন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

NJ
আরও পড়ুন