কালো পতাকা মিছিল করবেন আন্দোলনকারী শিক্ষকরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

দিনভর বিক্ষোভ, মিছিল এবং অনশন কর্মসূচি পালন করার পর শনিবার (১৮ অক্টোবর) ‘কালো পতাকা মিছিল’-এর ডাক দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষকদের ছয়টি সংগঠনের মহাসচিব দেলোয়ার হোসেন আজিজী।

আজিজী বলেন, ‘সারাদিন শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে তাদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরেছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত অনশন করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি। শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, কিন্তু আমরা পিছু হটিনি।’

তিনি আরও বলেন, ‘শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল বের করা হবে।’ তবে মিছিলটি কোথা থেকে কোথায় যাবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এর আগে শুক্রবার সকালে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিলটির শুরু ও শেষপ্রান্তে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে দিনভর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দুপুরের পর শুরু হয় অনশন। এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলনকারী শিক্ষকরা। অনশন চলাকালে বক্তৃতা দেন অনেক শিক্ষক। বিকেল গড়াতেই কেউ কেউ নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে শুরু করলেও অনেকে এখনও শহীদ মিনারেই অবস্থান করছেন।

শিক্ষকরা দাবি করছেন, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। আন্দোলনের এই পর্যায়ে এসে তারা বলছেন, ‘আমাদের এ আন্দোলন ন্যায্য এখন তা সবাই বলছে। অথচ সরকার এখনো চুপ।’

DR/MMS
আরও পড়ুন