ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমার ৫৮ বছরের জীবনের সব অর্জন শেষ: জোবায়েদের বাবা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম

ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের জানাজাপূর্ব সমাবেশে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মোবারক হোসেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ছেলে হত্যার বিচার দাবি করেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতা ও সহপাঠীরা অংশ নেন।

আবেগঘন কণ্ঠে মোবারক হোসেন বলেন, ‘আমার ছেলেকে পড়াশোনা করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম। আশা করেছিলাম সে পড়াশোনা করে বড় হবে, চাকরি করবে, আমি গর্বিত হবো। কিন্তু আজ আমাকে ছেলের লাশ নিয়ে যেতে হচ্ছে। এটা কেমন বেদনা, আমি বোঝাতে পারব না।’

তিনি আরও বলেন, ‘আমি জোবায়েদের মাকে কীভাবে বোঝাবো, তার প্রাণের ছেলে আর দুনিয়াতে নেই। আমি ঢাকায় পণ্য কিনতে এলে সে আমার সঙ্গে থাকত, আমি তার কাঁধে ভর দিয়ে হাঁটতাম। আমার ৫৮ বছরের জীবনের সব অর্জন শেষ হয়ে গেছে। আমার প্রাণের জোবায়েদ আর নেই। আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই, শুধু ছেলের হত্যার সুষ্ঠু বিচার চাই।’

জানাজায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, শিবির, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা অংশ নেন।

জোবায়েদ হোসেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জবি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানীটোলার নূরবক্স লেনে ছাত্রীর বাসার তিন তলায় ছুরিকাঘাতে খুন হন জোবায়েদ। বাসার সিঁড়িতেই রক্তের দাগ পাওয়া যায় এবং তিন তলার সিঁড়িতে তার মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় ওই ছাত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ছাত্র ও শিক্ষকরা বলেন, জোবায়েদের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গভীর শোকের। তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

DR
আরও পড়ুন