ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ১৬ নভেম্বর

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের রেজাল্টের দিন নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর খাতা চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এবছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি বিষয়ে।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয় ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন যা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষ হয়। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা যাবে। অন্যান্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিলো। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।

গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার পাস কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে ফের সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

LH/FJ
আরও পড়ুন