ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে 'মিড ডে মিল'

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হচ্ছে আগামী ১৭ নভেম্বর। প্রথম ধাপে ১৬৫ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এ খাবার সরবরাহ করা হবে। ফলে ৩১ লাখ শিশু শিক্ষার্থী মিড ডে মিল পাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিয়ে দারিদ্র্যের হার অনুযায়ী দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। নির্ধারিত ওই উপজেলার প্রতিটি স্কুলে খাবার দেওয়া হবে।

তবে বান্দরবান ও কক্সবাজারের সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং বা মিড ডে মিল কার্যক্রমের আওতায় থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আশা করছি নভেম্বর মাস থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩১ লাখ শিশুকে মিড ডে মিল পাবে। আগামী ১৭ নভেম্বর এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর পরিকল্পনা রয়েছে।

FJ
আরও পড়ুন