ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করে প্রার্থিতা যাচাই করবে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে খসড়া আচারণবিধি নীতিমালা প্রকাশ করেছে কমিশন।

এতে দেখা যায়, ডোপ টেস্ট ও বাতিল সংক্রান্ত ধারায় উল্লেখ করা হয়েছে, কমিশন প্রত্যেক প্রার্থীর মাদকাসক্তের বিষয়টি পরীক্ষা করবেন। মাদকাসক্ত প্রমাণিত হলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ টেস্টে অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। 

আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কর্তৃক ফৌজদারী, আর্থিক, শিক্ষার্থী শৃঙ্খলাপরিপন্থী ও যৌন অপরাধ সংঘটিত অথবা এ জাতীয় অপরাধে শান্তিপ্রাপ্ত (Convicted) হলে তিনি ভোটাধিকার হারাবেন। নির্বাচনেও প্রার্থিতার অযোগ্য বলে বিবেচিত হবেন। 

এছাড়াও নিম্নলিখিত বিষয়গুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে- 

* কোনো শিক্ষার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হলে অথবা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শাস্তিপ্রাপ্ত হলে, শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে উক্ত শিক্ষার্থীর শাস্তি ভোগের মেয়াদ শেষ হলে এবং নিয়মিত শিক্ষার্থীর মর্যাদা ফিরে পেলে তিনি নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার ফিরে পাবেন।

* কোনো শিক্ষার্থী যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধে শাস্তিপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন।

LH
আরও পড়ুন