ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক ঘণ্টা পর সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের বিরুদ্ধে স্কুলিং পদ্ধতি বন্ধ করা এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে। 

এতে সেখান দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর, সকাল ১১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

অবরোধকালে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পর উচ্চ মাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ স্পষ্ট নয়। অনেকেই উচ্চমাধ্যমিক ক্লাস বিলুপ্তির আশঙ্কা করছেন। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার শত বছরের ইতিহাস রয়েছে। তাই প্রস্তাবিত এই অধ্যাদেশের কারণে তারা আন্দোলনে নেমেছেন।

এ সময় তাদের ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙিনায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি সম্বলিত স্লোগান দিতে দেখা যায়।

অবরোধ শেষে সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একই দাবিতে এর আগে শিক্ষার্থীরা বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছেন।

DR/SN
আরও পড়ুন