ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রাকসু নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসংগতির থাকার কারণ দেখিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৫ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান।

তফসিল অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠানের লক্ষে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৭/১১/২০২৫ তারিখ বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ করার কথা থাকলেও হল ভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রাপ্তি নিয়ে জটিলতার কারণে এক কার্যদিবস পিছিয়ে ৩০/১১/২০২৫ তারিখ রবিবার হতে শুরু হয়ে অদ্য ০১/১২/২০২৫ তারিখ সোমবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে।

নির্বাচন কমিশন জানান, নির্বাচন কমিশন হল ভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দপ্তর হতে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায়সংগততা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে। নির্বাচন কমিশন মনে করছে- হল ভিত্তিক ভুল ভোটার তালিকা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে, এই তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ করলে প্রার্থীদের মধ্যে বৈধতা-সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়। যে সকল দপ্তর হতে এই ভুল তথ্য সরবরাহ করে কমিশনের নিকট প্রেরণ করা হয়েছে সেই সকল দপ্তরের সংশ্লিষ্ট কোন ব্যক্তির শিক্ষার্থীদের নিকট কমিশনকে হেয় করার কোন হীন উদ্দেশ্য ছিল কি-না তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে।

নির্বাচন কমিশন আরও জানান, হল ভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে। হল ভিত্তিক ভোটার তালিকার সব ভুল, বাদ পড়া, দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করতে হবে। সংশোধিত ও যাচাইকৃত ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিকট দ্রুত সরবরাহ করতে হবে যেন নির্বাচন কার্যক্রম কোনোরূপ বিলম্ব ছাড়াই পুনরায় শুরু করা যায়।নির্বাচন কমিশন স্বচ্ছ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি অঙ্গীকারবদ্ধ। সঠিক তথ্য ও নথিপত্র প্রাপ্তির আগ পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালু রাখবে না।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কোন দপ্তর থেকে যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে তাহলে এটা খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের এই মুহূর্তে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। নির্ভুল ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য সকল দপ্তরকে আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে নির্বাচন বাস্তবায়ন করবে।

FJ
আরও পড়ুন