মেয়ে ইয়ালিনিকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ২০১৮-এ ভারতীয় সিনেমা পরিচালক রাজ চক্রবর্তীর সাথে গাঁটছড়া বাঁধেন শুভশ্রী। ২০২০ সালে ফুটফুটে পুত্রসন্তান ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। গত বছর ৩০ নভেম্বর দ্বিতীয়বারের মতো শুভশ্রীর কোল আলো করে আসে মেয়ে ইয়ালিনি।

তবে মেয়ে ইয়ালিনির জন্মের পর বিশেষ যে বিরতি নিয়েছেন, তেমনটা নয়। কিছুদিনের মধ্যেই স্বামী রাজের পরিচালনায় ‘বাবলি’ ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েন শুভশ্রী। ছোট্ট ইয়ালিনি ও ইউভানকে ছেড়ে শুটিং করতে উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। শুটিং শেষে বাড়ি ফিরেই অভিনেত্রী মেয়ে ইয়ালিনির প্রথম ঝলক দেখালেন তার ইনস্টাগ্রামের পোস্টে।

জন্মের পর থেকেই ইয়ালিনীকে দেখার কৌতূহল অনুরাগীদের। তারকা জুটি তাদের ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। তবে মেয়ে ইলিয়ানির ক্ষেত্রে তা হয়নি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইউভান আর ইয়ালিনির সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। পোস্টে দেখা গেছে, একদিকে মায়ের কাঁধে বসে আছে ইউভান এবং অন্যদিকে পা ছুড়ে খেলা করছে ইয়ালিনি। তবে এখানেও মেয়ের মুখ দেখাননি শুভশ্রী।

IL/SA/MR
আরও পড়ুন