অস্কারে যাচ্ছেন গায়িকা ইমন!

‘বিষয়টি আমি এখনও হজম করে উঠতে পারছি না। আমাকে কেউ চিমটি কাটুক!’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

লোকগানের পাশাপাশি আধুনিক হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ক্যারিয়ারে একের পর এক সফলতা পেয়েছেন তিনি। এবার ইমনের গাওয়া তার একটি গান শামিল হলো অস্কার দৌড়ে! 

শুধু তাই নয়, সেখানে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শেরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে চলছে যাচাই-বাছাই। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত বেঁছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। এরই মধ্য দিয়ে প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখার্জির ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়।

এতবড় খবর জানার পর নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন ইমন। একটি রিয়্যালিটি শো-এর সেটে যখন তিনি ব্যস্ত, তখন এই খবর পান তিনি। 

ইমনের কথায়, ‘বিষয়টি আমি এখনও হজম করে উঠতে পারছি না। আমাকে কেউ চিমটি কাটুক! আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।’

তবে অস্কার পেতে যাচ্ছেন কি না, প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’

উল্লেখ্য, ২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান ইমন চক্রবর্তী। পরে গানটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এ শিল্পী।

NC
আরও পড়ুন