ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেব-ইধিকার বাজিমাত

প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

টালিউডের পর্দায় একেবারে নতুন জুটি ইধিকা পাল ও দেব। ইতোমধ্যে তাদের খাদান সিনেমার প্রথম রোমান্টিক গান ‘কিশোরী’ মুক্তি পেয়েছে। এই জুটির প্রেমের রসায়নে নেটিজেনদের নজর কেড়েছে।

সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে ‘খাদান’ ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সিনেমার দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে। খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাচ্ছে।

ছবির সংগীতের দায়িত্ব রয়েছেন নীলায়ন চ্যাটার্জি, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।

উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এই চলচ্চিত্রের মাধ্যমে পুরো বিশ্বের বাঙালিদের কাছে পরিচিত হয়ে ওঠেন এই নায়িকা। দেশের বিনোদনপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছেন কলকাতার এ নায়িকা।

NC/WA
আরও পড়ুন