টালিউডের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। পর্দায় একাধিকবার রোম্যান্সে ঝড় তুলেছেন তারা। একের পর এক সিনেমায় বিভিন্ন ধাঁচে, বিভিন্ন স্বাদের চরিত্রে নিজেদের তুলে ধরেছেন দেব ও রুক্মিণী। পর্দার বাইরেও এই জুটির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণটা ঠিক কতটা গভীর, তা কম বেশি সকলেরই জানা। রুক্মিনী-দেব মানেই মিষ্টি প্রেমের গল্প।
সম্পর্কের শুরু থেকেই কোনো রাখ-ঢাক করতে দেখা যায়নি এই জুটিকে। এমনকি সুখী প্রেমিকযুগলের তকমাও পেয়েছেন তারা। তবে হঠাৎ করেই ভালোবাসার মানুষকে ‘আনফলো’ করলেন রুক্মিণী।

জানা গেছে, দেবকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন রুক্মিণী। এরপর থেকেই মন খারাপ তাদের ভক্তদের। তবে টালিউডের অনেকেই দাবি করছেন, দেব-রুক্মিণীর এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। ‘খাদান’র প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্তসহ সিনেমার পুরো টিম। আর সেখানেই নাকি দেব রসিকতা করে ক্যামেরার সামনে জানান, তিনি ‘সিঙ্গেল”। এই ভিডিও থেকেই শুরু দেব-রুক্মিণীর মনোমালিন্য।
মূলত এরপরেই আচমকা দেবকে ‘আনফলো’ করেন রুক্মিণী। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন দুজনেই।
যদিও পরে অভিনেত্রীর সহকারী বলেন, দেবকে ‘আনফলো’ করার ঘটনাটি নাকি ভুলবশত ঘটে গিয়েছে।
