আবারও টেলিপাড়ায় ভাঙনের সুর। সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর। বিনা মেঘে বজ্রপাতের মতো শনিবার (৫ এপ্রিল) পৃথা নিজেই সেই খবর শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে দেওয়া এক পোস্ট এই অভিনেত্রী লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। আমার ও সুদীপ মুখোপাধ্যায়ের আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’

ভালোবেসে বিয়ে করেছিলেন সুদীপ-পৃথা। দুজনের বয়সের পার্থক্য প্রায় ২৫ বছরের। তবুও বয়স বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দুজনের সম্পর্কে।
শোনা যায়, পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। সেখান থেকেই পরিচয়। এরপরই শুরু হয় নতুন করে পথচলা।

সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথার এটাই ছিল প্রথম বিয়ে। পৃথাকে বিয়ের আগে দামিণী বসুকে বিয়ে করেছিলেন সুদীপ। সেই সংসারে একটি কন্য়া সন্তানও ছিল তার। ২০১৩ সালে দাম্পত্য সম্পর্কে ইতি টানেন এই দম্পতি। এরপর ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। জুটির দুই পুত্র সন্তানও রয়েছে।

তবে বিয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই সেই সংসারে ছেদ পড়ল। আলাদা হয়ে গেলেন দুজন। কি কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই দম্পতি সেটা অবশ্য স্পষ্ট করেননি দুজনের কেউই।

তবে পৃথার এই পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। বিশ্বাস করতে পারেননি তাদের এই কঠিন সিদ্ধান্ত। তাই অনেকেই নিছক মজা ভেবেছেন পৃথার এই পোস্ট।
