২০২৩ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ভক্ত-অনুরাগীদের অবাক করে দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
স্ত্রীর গর্ভাবস্থায় পরমব্রত সব সময় পিয়াকে আগলে রেখেছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হলো। ১ জুন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া চক্রবর্তী।
সোমবার (২ জুন) সকালে পরমব্রত এবং পিয়ার জীবনে নতুন সদস্যের আগমনের খবর জানতে পেরেই চারদিক থেকে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। পিয়ার সহকর্মী রত্নাবলি রায় এবং পরমব্রতর দীর্ঘদিনের সহকর্মী ও বান্ধবী রাইমা সেনও এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বাবা হওয়ার পর পরমব্রত নিজেও ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন।
একরত্তির দুটি ছোট্ট পায়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, আমরা আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। যারা আমাদের শুভেচ্ছাবার্তা এবং প্রার্থনা জানিয়েছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।
ছবিতে আরও লেখা ছিল, ‘ইটস এ বেবি বয় আমাদের হৃদয় পূর্ণ হলো সঙ্গে আমাদের হাতও পৃথিবীতে তোমায় স্বাগত জুনিয়র।’ ছবিতে দেখা যাচ্ছে, পরমব্রত ও পিয়া পরম মমতায় তাদের ছেলের পা আগলে রেখেছেন। পরমব্রতর এই পোস্টে গায়িকা লোপামুদ্রা মিত্র এবং জোনোসহ অনেক তারকা ও ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
