ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া দম্পতি

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম

প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জনপ্রিয় টালিউড তারকা দম্পতি পিয়া চক্রবর্তী- পরমব্রত চট্টোপাধ্যায়। গত জুন মাসের শুরুতে মা-বাবা হয়েছেন হয়েছিলেন এ তারকা জুটি। ছেলের নাম এখনো প্রকাশ করেনি তারা। তবে পরমব্রত ছেলেকে আদর করে জুনিয়র বলে ডাকেন।

এতদিন ছেলের হাত পায়ের ছবি প্রকাশ করলেও এবার পরমব্রতের সাথে ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মা পিয়া। ছবিতে ছেলের কপালে আদরের চুম্বন এঁকে দিচ্ছেন পরম। কোনওটাতে আবার ছেলেকে কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন তিনি। ক্যাপশনে পরম পত্নী লিখেছেন, 'পেরেন্টহুড'। আদুরে ছবিগুলোয় ভালোবাসায় ভরিয়েছেন সকলে। 

২০২৫-এ একগুচ্ছ কাজ আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে।  এপ্রিলে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'। সে সময় সংবাদমাধ্যমকে অভিনেতা- পরিচালক জানিয়েছিলেন, জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে তাদের সন্তান। এই জার্নিতে পিয়ার পাশে তার থাকা বেশি দরকার ছিল। কিন্তু কাজের চাপে সেটা করতে পারেননি। ফলে নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চান।

পরম আগেই বলেছিলেন, ‘পিয়ার পাশে থেকে ওঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই।’ সন্তানের জন্মের পর অন্তত মাস দু'য়েক অবধি ছুটিতে থাকার পরিকল্পনা ছিল তাঁর।  আপাতত মে মাস থেকেই পিতৃত্বকালীন ছুটিতে আছেন পরমব্রত। 

আলোচনায় থাকেন পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী।  ২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন জুটি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এর আগে, কিছু বছর প্রেমের পরে ২০১৫ সালে সঙ্গীতশিল্পী অনুপম রায়কে বিয়ে করেন পিয়া। কিন্তু বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি। সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের 'শুধু ভাল বন্ধু' হিসেবে পরিচয় দিয়েছিলেন দু'জনেই। কিন্তু শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়।

HM/FJ
আরও পড়ুন