ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লিভার সিরোসিসে আক্রান্ত অভিনেত্রী সানা মকবুল

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৫:২২ পিএম

লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন ভারতের টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল খান। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তার শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, ‘আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।’

৩১ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ইমিউনোথেরাপি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি শক্ত থাকার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি। এটি খুব কঠিন ও ক্লান্তিকর হলেও আমি হাল ছাড়তে চাই না।’

লিভার প্রতিস্থাপন করতে চান না জানিয়ে সানা বলেন, ‘চিকিৎসক এবং আমি ট্রান্সপ্ল্যান্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারব। যদিও এটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, এই রোগনির্ণয়টা মানসিক, শারীরিক ও আর্থিকভাবে কতটা কঠিন, সে কথাও অকপটে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘নিজেকেই নিজে চালিয়ে নিতে হয়, সবদিক থেকেই—সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু আমি নিজেকে প্রতিদিন বলি, এ তো একেকটা পর্বমাত্র। এখন একটু বাড়তি সতর্ক থাকতে হবে। জীবন আগের মতো নেই, কিন্তু আমি পুরো জীবন বাঁচতে চাই। আমি জানি, আমি আরও শক্তভাবে ঘুরে দাঁড়াব। কারণ, আমি লড়াকু।’

AHA
আরও পড়ুন