ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাবিলাকে নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম

তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ভিকি জাহেদ পরিচালিত তার নতুন ওয়েব সিরিজ ‘আকা’ আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে।

ন্যায়-অন্যায়, প্রতিশোধ ও রহস্য-রোমাঞ্চের আবহে নির্মিত এ সিরিজে নিশোর বিপরীতে আছেন আলোচিত অভিনেত্রী মাসুদা রহমান নাবিলা।

শনিবার (২৩ আগস্ট) প্রকাশিত সিরিজটির দ্বিতীয় পোস্টারে নিশোর দুটি ভিন্ন রূপ দেখা গেছে-একটি ভয়ঙ্কর অ্যাকশনধর্মী চরিত্রে, অন্যটি সাদামাটা যুবকের ভূমিকায়।

পোস্টার প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি জাহেদ লিখেছেন, অসহায় তাড়িয়ে বেড়াও/কাছে টানো হিংস্র শ্বাপদ/ ভাবছো যেটা বীরের প্রতীক/ আসলে সে মস্ত আপদ!

পরিচালক ভিকি জাহেদ জানিয়েছেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, তবে এই প্রথম একটি সোশ্যাল থ্রিলার বানালাম। এর মাধ্যমে দর্শকদের সঙ্গে নতুন এক্সপেরিমেন্ট করেছি।’

এদিকে বড় পর্দায় ‘দাগী’ মুক্তির পর নাটক ও ওটিটি থেকে খানিকটা বিরতিতে ছিলেন আফরান নিশো। তাই ‘আকা’ সিরিজ দিয়ে তার ফেরাটা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

NB/FJ
আরও পড়ুন