ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাবনূরের সঙ্গে বাবুর কেমিস্ট্রি!

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম

অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। দেশের অন্যতম গুণী অভিনেতা ও কণ্ঠশিল্পী বলা হয় তাকে। শুরুটা মঞ্চ নাটক দিয়ে হলেও নাটক-চলচ্চিত্রে প্রশংসার সঙ্গে অভিনয় করে চলেছেন। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করবেন ৯০ দশকের রূপালী পর্দা কাঁপানো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাবনূরের সঙ্গে।

মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা নিয়মিতই নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন। ৪ দশকের ক্যারিয়ারে অর্জনের ঝুলিতে জমা করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননা।

মাঝে লম্বা সময়ের বিরতি নিয়ে আবারও পর্দায় ফিরছেন শাবনূর। এটা পুরনো খবর, নতুন খবর, ‘রঙ্গনা’ নামের আলোচিত এই ছবিতে শাবনূরের সঙ্গী হওয়ার সম্মতি দিলেন ফজলুর রহমান বাবু। আর এ তথ্যটি নিশ্চিত করলেন নির্মাতা আরাফাত হোসাইন।

ফজলুর রহমান বাবু বলেন, একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ জানতে পারা যায়। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে তার মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখার বিষয় না, ছবিটি নিয়ে পরিচালকের প্রস্তুতি ও গল্প দেখেন তিনি।

তিনি বলেন, শাবনূরের মতো দক্ষ একজন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করছেন। চিত্রনাট্য, নায়িকা ও পরিচালক পছন্দ হওয়ায় সব কিছু মিলে যাওয়ায় এই সিনেমাতে যুক্ত হন তিনি। বাবু তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। তিনি আশা করছেন সিনেমাটি সব শ্রেণির দর্শকদের পছন্দ হবে।

‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে কামব্যাক করবেন এই শাবনূর। সম্প্রতি সিনেমাটির ফাস্টলুক প্রকাশ করা হয়। যেখানে পৃথক ৩ লুকে দেখা যায় শাবনূরকে। কিন্তু সিনেমাটির পোস্টার রিভিল হওয়ার সাথে ট্রলের শিকার হন শাবনূর। 

এমন শাবনূরকে পর্দায় দেখতে চান না বলেও মত দিয়েছেন তার ফ্যানরা। অনেক ফ্যান মনে করেন শাবনূরের মতো তারকার ফিট হয়ে আরেকটু সময় নিয়ে মেধাবী কোনো নির্মাতার ছবি দিয়ে কামব্যাক করা উচিত ছিল।

অস্ট্রেলিয়াতে থাকাকালীনই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে চলচ্চিত্রটির নির্মাণকাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদে রঙ্গণা মুক্তি দেওয়ার কথা রয়েছে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির স্কিপ্ট লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

FI
আরও পড়ুন