ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ভালোবাসা দিবসে নতুন জীবনে পা রাখলেন তিনি। সৈয়দ রিফাত নাওঈদ হোসেন নামে এক বেসরকারি চাকরিজীবীকে বিয়ে করেছেন।
গত ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। একাধিক সূত্রে জানা যায়, বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। আর এ যুগলের পরিচয় কেবল বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করে।
স্পর্শিয়া বলেন, পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। আমাদের এক কমন বন্ধু এতে ঘটকালি করেছে। দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে।
সৈয়দ রিফাত নাওঈদ হোসেন সিলেটের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।
