ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওমর সানীকে নিয়ে যা বললেন মিশা

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:৩৮ পিএম

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। আজ সোমবার (৬ মে) এই নায়কের জন্মদিন। ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা। 

শুভাকাঙ্খীদের মধ্যে অভিনেতা মিশা সওদাগর ফেসবুকে ওমর সানী ও তার বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে মিশা লিখেছেন, ‘গল্প, উপন্যাস, সিনেমা, নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি কিন্তু তোর মত খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম হে প্রেমিক। শুভ জন্মদিন হে প্রেমিক।’

মিশার সেই পোস্টে অনেকেই নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মিশার মন্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন। কারণ ঢালিউডের অন্যতম সফল দম্পতি বলা হয় ওমর সানী-মৌসুমী জুটিকে। সিনেমার সূত্রে পরিচয়ের পর দীর্ঘদিন এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই দম্পতি।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার সাফল্যময় নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী। দারাশিকো পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। সবশেষ এই অভিনেতাকে কাজ করতে দেখা গেছে ‘ডেডবডি’ সিনেমায়।

NC/WA
আরও পড়ুন